হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা, বর্তমান যুগের বিশাল বিশাল যন্ত্র ব্যবহার করেও এই পিরামিড নির্মাণ করা একটি বড় চ্যালেঞ্জ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন পিরামিড সম্পর্কে জানবো আজকের এই পোস্টটিতে।
মিশরে ছোট-বড় মিলিয়ে প্রায় 80 টি পিরামিড রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো গিজা মালভূমি তে অবস্থিত খুফুর পিরামিড। এটি 4700 বছর আগে নির্মিত , খুফুর পিরামিডের আয়তন 6 টি ফুটবল মাঠের সমান, এবং উচ্চতায় 42 তালা বিল্ডিং এর মত উঁচু।
আইফেল টাওয়ার নির্মাণ এর পূর্বে ৮ হাজার বছর ধরে পিরামিড ছিল বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা। পিরামিড তৈরিতে 20 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এই ব্লগগুলো 500 মাইল দূর থেকে পিরামিডে নিয়ে আসা হয়েছে। আড়াই থেকে 50 টন এর 20 লক্ষ ব্লক মরুভূমির ভিতর দিয়ে কিভাবে নিয়ে এসেছে তা সত্যিই একটি বিস্ময় !
পাথরের ব্লগ দিয়ে পিরামিডের বাইরের দেওয়াল এবংমূল্যবান গ্রানাইট পাথর দিয়ে ভেতরের দেয়াল নির্মাণ করা হয়েছে। বাইরের ব্লগগুলোর ন্যূনতম ওজন ১ টি প্রাইভেট কারের সমান , আর ভেতরের একেকটি ব্লকের ওজন 40 টি প্রাইভেট কারের সমান। বর্তমানে সবচেয়ে বড় ক্রেন দিয়ে 10 টনের জিনিস 50 থেকে 100 মিটার পর্যন্ত উঠানো যায়। অথচ তারা এত ভারী পাথর 150 মিটার উচ্চতায় উঠিয়ে একদম নিখুঁত ভাবে পিরামিড নির্মাণ করেছে।
পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই আশ্চর্য সাহারা মরুভূমিতে অবস্থিত। অতীতের সাহারা মরুভূমি অঞ্চলে ছিল একটি সাগর।
আপনার এই পোস্টটি পড়ে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ কমেন্ট করার জন্য, নিয়ম মেনে ভালোভাবে কমেন্ট করার চেষ্টা করুন।