আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এই গ্রহের সবচেয়ে উষ্ণতম স্থান। কয়েক কোটি বছর আগে এই মরুভূমির জায়গায় ছিল টেথিস সাগর।একটি সাগর কিভাবে সবচেয়ে বড় মরুভূমি তে রুপান্তরিত হল তা জানবো আমাদের আজকের এই পোস্টটিতে।
![]() |
Sahara desert |
সাহারা মরুভূমি সম্পন্ন ভারতবর্ষের তিন গুন বড়। সাহারা মরুভূমি বারোটি দেশ জুড়ে বিস্তৃত। দেশগুলো হলো মিশর, মরক্কো ,লিবিয়া, মালি, মৌরিতানিয়া, আলজেরিয়া, চাদ, ইরিত্রিয়া ,নাইজার, সুদান, তিউনিসিয়া এবং পশ্চিম সাহারা।
সমগ্র আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত। অতীতে আফ্রিকা এবং ইউরোপের মাঝে ছিল টেথিস সাগর। চার কোটি বছর আগে টেকটনিক প্লেট এর গতিশীলতার ফলে তা উত্তর দিকে চলে আসে এবং আফ্রিকা ও ইউরোপকে একসাথে মিলিয়ে দেয়। ফলে আফ্রিকার উত্তরাংশ সংকুচিত হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপর ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে, এই এলাকা মরুভূমিতে পরিণত হয়।
![]() |
Map of the Sahara Desert |
মিশরের রাজধানী কায়রোর থেকে মাত্র দেড়শ কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি অংশের নাম ওয়াদি আল হিতান। আরবি ভাষায় ওয়াদি আল ফিতান অর্থ তিমির উপত্যকা। প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্তি ডোরানা প্রজাতির তিমির জীবাশ্ম এখান থেকে পাওয়া যায়। সাহারা মরুভূমি যে অতীতে সমুদ্র ছিল এর সবচেয়ে বড় প্রমাণ হলো ওয়াদি আল ফিতান। এখন পর্যন্ত সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে এখানে।
![]() |
Fossils found in the Sahara Desert |
সাহারা মরুভূমি দেখে মনে হবে যেন প্রকৃতি থেকে সবুজ রঙ মুছে ফেলা হয়েছে। কিন্তু সমুদ্র থেকে মরুভূমি হওয়ার পরও বহুবার সাহারা মরুভূমি সজীব হয়ে উঠেছিল। প্রতি 20 হাজার বছর পরপর সাহারা জলাভূমি, তৃণভূমি তে পরিণত হয়।এর কারণ হলোপৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে প্রতি 20 হাজার বছর পরপর উত্তর দিকে সামান্য কাত হয়ে যায়। এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ু প্রবাহ পরিবর্তন হয়।আর সেই সময় সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে, এই অঞ্চল সবুজে পরিণত হয়।
সর্বশেষ পাঁচ থেকে সাত হাজার বছর আগে সাহারা অঞ্চলের মানুষ ও পশুপাখির বসবাস ছিল। ধারণা করা হয় 15 হাজার বছর পর সাহারা আবারো সবুজ হয়ে উঠবে। সাহারা পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তুপ,এই মরুভূমির সম্পূর্ণ বালু দিয়ে পৃথিবী কে 8 ইঞ্চি বালুচরে ঢেকে দেওয়া যাবে।সাহারায় একবার বালির ঝড় সৃষ্টি হলে তার তার দিন পর্যন্ত চলতে পারে। এবালি ঝড়ের সাথে বয়ে আসা প্রচুর বালি তৈরি করে ছোটখাটো বালির পাহাড়। এই বালির পাহাড় প্রায় 15 তলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে। মরু ঝড়ের ফলে তৈরি বালি বাহার স্থায়ী নয়, এই বালির পাহাড় গুলো বছরে 50 ফুট পর্যন্ত স্থানান্তরিত হয়। লিবিয়ার অন্তর্গত সাহারা মরুভূমির আল আজিজিয়া এখনো পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা 58 ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই পোস্টটি কেমন লাগল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ কমেন্ট করার জন্য, নিয়ম মেনে ভালোভাবে কমেন্ট করার চেষ্টা করুন।